একুশে ফ্রেব্রুয়ারি
নয়ন কুমার সাহা
ফেব্রুয়ারির একুশ তারিখ
রক্তে রাঙানো দুপুর
অশ্রু সজল মায়ের চোখ
কান্নার করুণ সুর।
রাষ্ট্রভাষা বাংলা মোদের
ভাষা শহিদের দান
পৃথিবী অবাক বিস্ময়ে তাকায়
গাই সেই জয়গান।
এমন ইতিহাস নেই কোথাও
ভাষার জন্য জীবন দান
শহিদ মিনারে দাঁড়িয়ে –
শ্রদ্ধায় করি সম্মান।
তোমাদের নাম ইতিহাসে লেখা
সে কথা কি ভুলিতে পারি ?
তাই বার-বার ফিরে আসে
দুঃখ জড়ানো একুশে ফ্রেব্রুয়ারি।
কবি পরিচিতিঃ নয়ন কুমার সাহা।রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পদ্মার পলিমাটি গড়া হাবাসপুর গ্রামে ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন । পিতা মৃত কৃষ্ণবন্ধ সাহা।মাতা দিপালী রানী সাহা।তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছোট ।তার সম্পাদিত পত্রিকা ” কাশফুল” ও “মুক্ত বিহঙ্গ ” যা ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত নিয়মিত পাংশা থেকে প্রকাশিত হতো। লেখা লেখির পাশাপাশি থিয়েটার এর সাথে যুক্ত আছেন।বর্তমানে তিনি শারমিন গ্রুপে (এডমিন এইচ.আর) অফিসার হিসেবে কর্মরত রয়েছেন ।তার মোবাইল নাম্বার ০১৬৪২৮৯২০০০
দারুণ লিখেছেন অমর একুশে নিয়ে। ধন্যবাদ কবি নয়ন কুমার সাহা কে, এতো প্রাঞ্জল ভাবে রক্তে গাঁথা ২১ নিয়ে লিখে, শহিদদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে মর্যাদা দেওয়ার জন্য।
কবিকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা!