সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অবস্থিত ইনফিনিয়া লিমিটেড নামক কারখানার এক নারী শ্রমিক (১৯) ও তার স্বামী গত শনিবার রাতে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ওই এলাকার (৯ নম্বর ওয়ার্ড) ইউপি সদস্য রবিন তাদের গতিরোধ করে। একপর্যায়ে আরো কয়েকজন সঙ্গীসহ নারী শ্রমিকের স্বামীসহ তাকে অপর একটি ভাড়া ঘরে নিয়ে গিয়ে স্বামীকে মারধর করতে করতে দূরে নিয়ে বেঁধে রাখে এবং ঘরের ভেতরে নিয়ে নারী শ্রমিককে একাধিকবার ধর্ষণ করে রবিন নিজে। ঘটনার সময় ভুক্তভোগীর সঙ্গে থাকা অলংকারও লুটে নেয় রবিন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, ‘একজন ইউপি সদস্য হয়ে তিনি মহিলাকে রক্ষার পরিবর্তে নিজেই তুলে নিয়ে ধর্ষণ করেছেন। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। এ ঘটনা শোনার পর থেকে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে সোর্স নিয়োগ করি। একপর্যায়ে তার অবস্থান নিশ্চিত হয়ে তদন্তকারী অফিসার সাজিব হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করি। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।