জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে এ মেলা আয়োজন করেছে। ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী কবির জামাতা ও মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা যদি কবি জসীম উদ্দীনকে জানতে চান তাহলে তাঁর বই পড়তে হবে। তার সম্পর্কে জানতে চেষ্টা করতে হবে। প্রচারের অভাবে পল্লী কবি জসীম উদ্দীন সম্পর্কে নতুন প্রজন্ম ভুলতে বসেছে। নতুন প্রজন্ম আজকাল বই পড়া ভুলে যাচ্ছে। তাই নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
এ ছাড়া বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিপুত্র ড. জামাল আনোয়ার, খুরশিদ আনোয়ার, কবি কন্যা আসমা জসীম উদ্দীন তৌফিক।