খুঁজেছি তোমায়
শাহনাজ পারুল
তোমাকে খুঁজেছিলাম আমি হাজার
বছর ধরে তারা ভরা রাতে
খুজেঁ ছিলাম ….
নক্ষত্রহীন অন্ধকার রাতে অর্জুনের
বনে ঘুরে ঘুরে
খুজেঁ ছিলাম ..
তোমায় আমি ভুমধ্যসাগরের
কিনারে সিন্ধুর পারে
খুজেঁছিলাম….
পাতা ঝরা ফাগুনের কোন এক
বসন্তের সন্ধায়
খুজেঁছিলাম…
তোমায় আমি ঘুমহীন ক্লান্ত বিহ্বল
অঙ্গ ভরা রাতে
খুজেঁছিলাম ….
তোমায় আমি অরণ্য জঙ্গলে
পাখির নীড়ে নীড়ে
খুজেঁছিলাম ……
অগ্রহায়ণের জোস্নায় ধান সিঁড়ির
নদীর কিনারে কিনারে
খুজেঁছিলাম …..
মেহগনির ছায়াঘন পল্লবীতে
খুজেঁ ছিলাম ….তোমায়
সন্ধ্যার আধারে কোন এক বিমর্ষ বর্ষায়
খুজেঁছিলাম ….
তোমায় আমি মধুচন্দ্রিমার জোস্নার
আলোয় নির্জন নির্বিতে
খুজেঁছিলাম ….তোমায়
বসন্তের সুগন্ধি বাতাসে পূর্ণিমা রাতে
হাসনা হেনা গোলাপের বাগানে
খুজেঁছিলাম…
তোমায় আমি বিজন দুপুরে মৌড়ি
ফুলের কুঞ্জে
খুজেঁছিলাম.. তোমায়
শাওনের অভিরাম বর্ষন্য ভেজা
দুপুরের কদম তলায়
খুজেঁ ছিলাম…তোমায় আমি
ভাদ্রের আকাশের বুক ভরা জ্যোৎস্নাকে
যখন মেঘ মালায় এসে ছুঁইয়ে যায়
সেই মায়াবী রাতে
খুজেঁছিলাম…তোমায়
জীবন সমুদ্রের ঢেউয়ের মাঝে যখনস
একা একা সাঁতার কেটে ছিলাম।