ওয়াসিম আকরাম রিয়াদ (কুষ্টিয়া) # শীতের আবহাওয়া অনুকূলে থাকলে গত কয়েকদিন ধরে চলছে শীতের তীব্রতা। বিশেষ করে কুষ্টিয়ার আকাশে কদিন ধরে দেখা মিলছে না সূর্যের ।শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জন জীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাইবান্ধা,রংপুর, কুড়িগ্রাম, নীলফামারিতে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় শীতের তীব্রতা। তবে এবার কুষ্টিয়াতেও হানা দিয়েছে তীব্র শীত। শীতের সাথে বইছে বাতাস আর এতেই ভয়াবহতা। ঘর থেকে বের হতে পারছে না মানুষ। আজকে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
শিপন আহমেদ জানান বিগত চার বছরে এমন শীত দেখেনি।
শীত থেকে বাঁচতে সবাই আগুন জ্বালিয়ে কিছুটা শরীর গরম করার জন্য তাপ নিচ্ছে।