ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি মন্ত্রণালয় ডিজিটাল সেবা প্রবর্তন এবং আইন ও বিধিবিধান সংশোধন করে টেকসই ভূমি ব্যবস্থাপনা স্থাপনে জোর দিচ্ছে সরকার।
টেকসই ভূমি ব্যবস্থায় সঠিক দলিল ছাড়া কেউ কোনো জমি দখল করে রাখতে পারবে না। এর ফলে অবৈধ দখলদারেরা ভূমিদস্যুতার সুযোগ পাবে না।
দলিলপত্র না থাকলে জোড় করে দখলে থাকা মানে ভূমি দস্যতার শামীল।
‘বার্তা, দাপ্তরিক স্মৃতিকোষ এবং অনলাইনে জলমহালের আবেদন প্রক্রিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে এ অনুষ্ঠান হয়।