মেসির জাদুতে আর্জেন্টিনার মধুর প্রতিশোধ
ওয়াসিম আকরাম রিয়াদ
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ এর প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। মেসির পেনাল্টিতে এগিয়ে যায় আর্জেন্টিনা।
৪১ মিনিটে মেসির অসাধারণ নৈপূণ্যে আরেকটি গোল পায় আর্জেন্টিনা।প্রথমার্ধে দুই শূন্য গোলে খেলা শেষ হয়ে যায়।ক্রোশিয়ার একের পর এক আক্রমণ বাঞ্চাল করে দেয় আর্জেন্টিনার ডিফেন্ডাররা।
মেসির অসাধারণ নৈপূণ্য আরেকটি গোল পায় আর্জেন্টিনা।তিন শুন্য গোলে আর্জেন্টিনা এগিয়ে যায়।ক্রোয়েশিয়া খেলা শেষ অবধি কোন বল জড়াতে পারেনি আর্জেন্টিনার জালে।তিন শূন্য ব্যবধানে আর্জেটিনার জয়ের মাধ্যমে খেলা শেষ হয়।
২০১৮ সালের বিশ্বকাপে ক্রোয়োশিয়ার কাছেই তিন শূন্য গোলে হেরে বিদায় নিয়েছিলো আর্জেটিনা। মুকুটহীন সম্রাটের এক ধাপ পেরোলেই স্বপ্ন পুরণ হবে আর্জেন্টিনার এবং সমর্থকদের। সেই সাথে বত্রিশ বছরের ঐতিহ্যের অবসান হবে।