বৃদ্ধাশ্রমে দান
– মাহাতাব হাসান এমরে
আগের মতো পাই না তোকে
ওহে আমার বাছা !
সোনার পাখি কোথায় গেলি
আপন প্রাণের খাঁচা !
মরণ আমার সম তবে
তোদের নাহি দেখা !
মাতা-পিতা হলে পরে
বুঝবে কেমন শেখা !
সেই যে কবে হয়নি বলা
মা বলাটি মোরে !
মা যে আমার কেমন আছে
দুখে-সুখের দোরে !
উষার বেলা চেয়ে থাকি
ঐ দিগন্তের পানে !
বাছা আমায় রেখে গেল
বৃদ্ধাশ্রমের দানে !
০৪-১১-২০২২
আড়পাড়া, শালিখা, মাগুরা।