ঝরে পড়া বালক
রায়হান রশীদ
কইয়ের তেলে কই ভেজে যায়,
গাঙ্গের পানি গাঙ্গে।
তেলে মাথায় তেল দিয়ে যায়,
কেউ বাঁচে না রঙ্গে।
যার আছে তার ভুঁড়ি ভুঁড়ি,
আসলে সে গোল্লায়।
আমার দেখা সুখী মানুষ,
পাশের বাড়ির মোল্লায়।
গরিব ছেলে সুযোগ পেলে,
পড়তে পারে আরো।
অভাবে সে কর্ম খুঁজে ,
বয়স মাত্র বারো।
খালেক গেলো দুঃখ বয়ে,
ভুল বুঝিলো সবে।
অধিক দুঃখে হতাশ হয়ে,
থাকলো না সে ভবে।
নিষ্ঠুর ও পাষাণ স্বজন,
মন বুঝনি তবে,
দুঃখ দিয়ে দুঃখ পাবে,
এই মিনতি রবে।
বেকারত্বের দায় শুধু,
ছেলের একার নয়।
মানুষ করতে ব্যর্থ তুমি,
কে কার কথা কয়।
ধরার কাজে লিপ্ত হয়ে,
আল্লাহ – কে যায় ভুলে।
রাজার দোষে রাজ্য নষ্টে,
প্রজা আঙ্গুল তুলে।