কার কখন কোথায় রিজিক
কেউ পারি না বলতে
আমি খাওয়াই আমি পরাই
এই কথাটি মিছে !
রিজিক দাতা রিজিক যেথায়
রেখেছেন মোদের মেপে
পায়ে হেঁটে যাই সেথায়
মোরা শত কাজ ফেলে ।
রিজিক যখন শেষ হবে
বিদায় নিতে হবে
একদানা রিজিক সেদিন
পারবে না কেউ দিতে ।
তাই রিজিক নিয়ে অহংকার
করাই হবে ভুল
একদিন কিন্তু এই ভুলের
গুনতে হবে মাশুল ।
মোদের ভয় হোক রবের প্রতি
আর শক্ত হোক ঈমান
ঈমানদার মোমিন হলেই
বাড়বে মোদের মান ।
—————————-