গীতি কবিতা
কি নাম ধরে জপলে পাব
নজরুল ইসলাম মন্ডল
মুর্শিদ–কি নাম ধরে জপলে পাব, আল্লাহ তায়ালার দিদার
কোন নামের মাঝে লুকিয়ে আছে, রহমতের ভার।।
পীর ফকির সব দেওয়ানা হলো কোন নামেরই অছিলায়
কোন নামেতে ধ্যানে থাক মুর্শিদ তুমি নিরালায়,
কোন নামেতে ইসমে আজম সকল নামের সার।
পীর দরবেশ নিশি জেগে
কোন সে নামের মহিমা গায়
কোন নামেতে হাবিব খোদার
সাফায়েত পাওয়া যায়।
কোন নামের গুনে রোজহাশরে
সহজ হবে আমার বিচার।।