নির্ঘুমে থাকা শতপ্রেম নিয়ে রমণীর
এখনো বেলা গুলো ফুরায় নি,
অথচ ফুরিয়ে গেছে অন্তিম ভালোবাসা ,
ফুরিয়ে গেছে সুখ দুঃখের নিয়তি ।
কি অদ্ভুত প্রেম!
জীবনে আসা তার কোন এক শ্রাবণে কিংবা বসন্ত বেলায়,
এখনো সেই বেলাগুলো ফুরিয়ে যায় নি
অথচ ফুরিয়ে গেছে কাছে মানুষগুলো
হয়ে গেছে আজ তারা বড়ই অচেনা!
কোন এক বসন্তে এক সাথে পথ চলবে বলে
কথা দেওয়া রমণীর আজ স্বাদ জাগে নিকৃষ্ট আত্মহত্যা
আর প্রেমিক হয় তার হত্যার আসামি ।
জীবনের মুখোমুখি স্বার্থ হয়ে উঠে এক বিশাল হাতিয়ার
প্রেম নামে আজ চায় সকলে চাহিদা পূরণ,
তাই আজ লজ্জায় মুখ লুকিয়ে রাখতে হয় ঐ তিন খানা শব্দের আড়ালে,
কাউকে ভালোবাসি কিংবা ভালোবাসার কথা শুনতে গিয়ে শতবার নিজেকে প্রশ্ন করতে হয়,
এটা কি আদৌ সম্ভব?
আজ পৃথিবীতে প্রেমিকার সংখ্যা মুছে গিয়ে নতুন শব্দের উদ্বোধন ছলনাময়ী,
আর প্রেমিক মানেই ধোঁকাবাজ ।