পদ্মা সেতুতে নাট-বল্টু খোলার ঘটনায় একজনকে আটক করেছে ঢাকার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।
শনিবার সকালে একটি টিকটক ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে ফেলছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ”এই হলো আমার পদ্মা সেতু, আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু, এই নাট খুইলা আবার আটকায়া রাখছি।”
এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেলে সমালোচনা শুরু হয়। অনেকেই প্রথম দিনেই পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ফেলার সমালোচনা করেন। আবার কেউ কেউ কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন, কীভাবে এতো সহজে সেতুর কোন অংশ খুলে ফেলা সম্ভব হয়?
এমন প্রেক্ষাপটে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হবে বলে পুলিশ জানিয়েছে।