দীর্ঘ প্রতিক্ষার পর সকল জল্পনা কল্পনাকে পেছনে ফেলে উদ্বোধন করা হয়ে গেলে পদ্মাসেতু। পদ্মা সেতু এখন আর কোন স্বাপ্ন নয়। এইট বাস্তবে রূপ নিয়েছে। আজ (শনিবার) দুপুর ১২ টার দিকে মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে বহুল প্রতিক্ষীত স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে উদ্বোধন উপলক্ষ্যে ১০০ টাকার স্মারক ডাকটিকিট, স্যুভেনির শীট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেন প্রধানমন্ত্রী।