তুমি দয়াবান বলে দিয়েছো রাসুল
খন্দকার জাহাঙ্গীর হুসাইন
আল্লাহর সাথে কত কথা কয় আল্লাহর বন্ধু যারা
আমিতো রলেম হতভাগা বলে আমার আল্লাহ ছাড়া।
কোথায় থাকেন আল্লাহ পরম সয়ং দয়াময়?
আল্লাহর প্রতি প্রেম যদি জাগে তবে আর কিসের ভয়?
ভালোবাসী তারে, মুখে বলি সদা, অন্তর হিয়াও কাঁদে
কার্য ছাড়িয়া দূরে তবু রই, শয়তান পাতা ফাঁদে।
শয়তান আসে কোথা হতে যেনো, কঠিন কঠোর ছলে
আল্লাহর প্রতি আদেশ ভুলিয়ে_টানে সে তাহার দলে।
শয়তান কয়জন আছে? কী জানি হিসাব তাহার
আষ্টেপৃষ্টে ধরে নিয়ে যায়, পাপের বিশাল পাহাড়।
পাপের দরীয়ায় মরিয়া হ’য়ে অথবা ডুবে ডুবে মরি
পাপ ছাড়া আর দেখিনাই কিছু, কোথা সে পারের তরী?
ভুল করে ফেলি, বুঝি তায় আল্লাহর বাড়ন আছে
জ্ঞানে আমার নিষেধ করিলেও মনে টেনে নেয় পাছে।
শয়তান বুঝি মনের গভীরে একাকার হয়ে থাকে
তাহার দাপটে হৃদয় আমার পড়ে যায় মহা পাকে।
এভাবে আমার চলে যায় দেখুন, জীবনের স্বর্ণ দিন
আল্লাহর বান্ধব হলোনা হওয়া, আসে যে দিন কঠিন।
অতঃপর আমি তওবা করি, কঠিন কঠোর দিলে
বুঝিলাম তুমিই মহান মহিয়ান তাই কাছে টেনে নিলে।
আজাজিল যারে ঘিরে ধরে তার বাঁচার উপায় ক্ষীণ
তবু তুমি দয়াময় বলে, ফিরায়ে আমারে দিয়েছো তোমার দ্বীন।
তুমি দয়াময় ভুল নেই তাতে, সন্দেহকারী কাফের
দিয়েছো ঈমান দৌলত যেনো না নেও ফিরিয়ে তা ফের।
তুমি দয়াবান বলে দিয়েছো রাসুল, আসমানী কিতাব-বিধান
আরো দয়া দিও প্রশান্ত মউত, তোমার হাজিরী নিদান।