পায়ের নূপুর
জিল্লুর রহমান লালন
যত বড়ই হও না তুমি
নূপুর তোমার নাম
পায়ের তলায় স্থান তোমার
হোক না যতোই দাম।
নবীর নামে কুৎসা রটাও
সাহস তো কম নয়
মানবতার নবী তিনি
নাই কি তোমার ভয়?
দেয়ালে উপর ঢিল ছুড়ে কি কেউ
দেয়াল ভেঙেছে কভু!
ঢিল ছুড়া লোকেরা, ঢিল ছুড়েই যাবে
বন্ধ হবে না তবু।
দুর্গন্ধ দিয়ে সুগন্ধকে লুকানো
যায়নি তো কোন কালে
তুমি হলে দুর্গন্ধ সম, জানিনা কী আছে
তোমার কপালে।
মসজিদ ভেঙে, মন্দির বানাও
নেইকো শরম লাজ
ভাল কাজের নেই ক্ষমতা
যত সব কু কাজ।
নবী প্রেমী, তাওহীদী জনতা
জেগেছে আজ
ভন্ডামী ছেড়ে, পথে ফিরে আসো
ছেড়ে দাও সব খারাপ কাজ।
★★★★