সীতাকুণ্ড হতে সারা দেশময় বাতাসে
ভেসে আসে পোড়া লাশের গন্ধ
আগুনের লেলিহান শিখা অট্ট হাসে
বিদ্রূপ করে বিবেকের দ্বার বন্ধ।
অন্ধ চোখে দেখেনা কেউ দায় কার
কে খুলিবে বিবেকের বন্ধ দূয়ার
চারিদিকে আজ মৃত্যুর ফাঁদ পেতে
আমরা গড়েছি শয়তানের খোয়ার।
লাশ যাবে গুনতিতে খবরের ঘরে
কারো আপনজন চলে গেল চিরতরে
ভিক্ষা দিয়ে চাবে কেহ হাততালি
পোড়া মাংসের ভিরে কারো বুক খালি।