সাভারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক আলোকচিত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (১ জুন) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আলোকচিত্রীর নাম কৃষ্ণ সরকার (৪০)। তিনি সাভারের সুতার নোয়াদ্দা ডি-২০ নং বাড়ির ননী গোপাল সরকারের ছেলে। কৃষ্ণ ঢাকার একটি স্টুডিওতে আলোকচিত্রী হিসেবে কাজ করতেন।
এর আগে গত সোমবার (৩০ মে) রাত ১০টার দিকে সাভার পৌরসভা এলাকার আড়াপাড়া জমিদার বাড়ি পুকুর পাড়ে তাকে মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
পরে গতকাল মঙ্গলবার (৩১ মে) রাতে সাভার মডেল থানায় চার জনের নাম উল্লেখ মামলা করে ভুক্তভোগীর বড় ভাই গোবিন্দ সরকার।
অভিযুক্তরা হলেন- কুষ্টিয়ার লালন শাহ মাজারের পাশে মণ্ডল পাড়া এলাকার মো: নয়ন (২৬), সাভারের আড়াপাড়া এলাকার ২৪ নং বাড়ির সেপাল বাশার (২৫), একই এলাকার ৩৯/১ নং বাড়ির মো: আকাশ (২৪) ও নামাবাজার এলাকার ১৩/১ নং বাড়ির সোহেল ওরফে বুলেট (২৬)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষ্ণ সরকারের সঙ্গে আসামিদের পূর্ব বিরোধ ছিলো। তিনি গত সোমবার রাত ১০ টার দিকে ঢাকা থেকে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। পরে আড়াপাড়া জমিদার বাড়ি পুকুর পাড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা নয়নসহ বাকি আসামিরা তাকে পথে আটকিয়ে মারধর ও ছুরি দিয়ে বুকের বাম ও পেটের ডান পাশে আঘাত করে।এসময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে অন্যত্র আইসিইউতে নেওয়া হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, মামলার পরই আমরা আসামিদের ধরতে অভিযান শুরু করেছি। নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে