খেলা হবে
ইস্তেকবাল চয়ন
প্রস্তুত আছে সব দেশবাসি
বুট প্যান্ট গেঞ্জিতে সাজি।
নামছে মাঠে সাড়ি সাড়ি
এখন বাজাও বাঁশি রেফারী।
দেখবে গোল কেমনে হবে
বিপক্ষ খেলোয়ার হেরে যাবে।
বাজবে সাঁনাই বাজবে ঢোল
উঠবে রব উঠবে বোল।
বিজিতদের হবে বেহাল দশা
সারা গায়ে কামড়াবে মশা।
ভাঙ্গা হাল, ছেড়া পাল
সব মানুষের শুনবে গাল।
জনগন সব আসছে তেড়ে
পালাতে হবে মাঠ ছেড়ে।
বাঁচতে হলে হাতজোর করো
পিঠ বাঁচাতে মঞ্চ ছাড়ো।
এবার বিজয় হবে জনগণের
পতন হবে সব জালিমের।
ষড়যন্ত্রকারীরা নিপাত যাক
স্বদেশ আবার মুক্তি পাক।