যান্ত্রিক যন্ত্রণা
জিল্লুর রহমান লালন
যান্ত্রিক যন্ত্রণাতে
মানবিকতার দ্বন্দ্ব
একলা বাজাই বেসুরে বীণ
পুড়া মনের গন্ধ।
মনপুড়া আগুনের
নেই কোন ছাই
রঙ,রূপ, গন্ধ
তার কিছুই নাই।
যন্ত্রদানব আজ…
গিলে খায় সব
মৃতপ্রায় বিবেকের
নেই অনুভব।
যান্ত্রিক জীবনের
নেই অবসর
শান্তির ছোনপাতা নেই আজি
শুধু পাকা বাড়িঘর।
সুখ নেই , সুখী তবুও
শুধু অভিনয়
যান্ত্রিক যন্ত্রণার
জাগে মনে ভয়।