হাওয়ার পালে আছড়ে পরে ঢেউ
খন্দকার জাহাঙ্গীর হুসাইন
তুমুল ঢেউয়ে আছড়ে পরি ধুলোর কণা মেখে
ঢেউ খেলে যায় প্রাণের হাওয়া মায়ার পালক এঁকে।
পাদ্রী আসে মোল্লা আসে পুরুত ঠাকুর তারাও আসে ঝুঁকে
কেউ পারেনা বাঁধাল দিতে হাওয়ার ঢেউ এর বুকে।
ঢেউ থামেনা অথই সাগর হাওয়ার গতিপথে
রসিক বোঝে হাওয়ার মাজাজ, বাও তরঙ্গ মতে।
মূলের ধারায় নেফাক নখর ভীষণ আঁচড় কাটে
অভিমানী প্রেমের চাপে দেহের বাঁশি ফাটে।
হাওয়ার বিশাল বিরাট সাগর ঢেউ তুলেছে মূলে
মূলের খুঁটি তাঁবুর পিলার সব টেনে নেয় কুলে।
অসীম ধারায় চলছে হাওয়া ঢেউ মানে না তরী
মরণ এলে কার ভরসায় বাঁচার আশা করি।