চট্টগ্রামে ১০ দিন আগে হাসপাতালে বিয়ে হওয়া ক্যানসার আক্রান্ত ফাহমিদা কামাল আর নেই। আজ সোমবার সকালে বাকলিয়ায় নিজ বাসায় মারা যান তিনি।
গত ৯ মার্চ নগরের মেডিকেল সেন্টারে মৃত্যুপথ যাত্রী ফাহমিদাকে বেনারসি পরিয়ে, বউ সাজিয়ে ১ টাকা কাবিনে বিয়ে করেন মাহমুদুল হাসান। তার প্রিয় ভালোবাসার মানুষটির নিশ্চিত মৃত্যু জেনেও ১টাকা কাবিনে বিয়ে করেছেন। জয় হয়েও মৃত্যুর কাছে হার মানতে হলো ফাহমিদা-মাহমুদুল হাসানের ভালোবাসা। মাহমুদুল হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন।