নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। সদর উপজেলার আলামিন নগর এলাকায় রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। লঞ্চডুবির বিষয়টি নিশ্চিত করেছেন নৌপুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি জানান, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।
লঞ্চটির নাম এমএম আশরাফ উদ্দিন। লঞ্চটিতে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিলেন।