তরুণ কবি জিল্লুর রহমান লালন এর ‘ওপারের ডাক’ কাব্যগ্রন্থ পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলায়
খন্দকার জাহাঙ্গীর হুসাইন: বর্তমান প্রজন্মের উদিয়মান তারকা কবি জিল্লুর রহমান লালন।তিনি মন ও মনণে কবি। কবিতার রূপ,রস, ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা ও সাবলীল শব্দের দখলদার মস্তিস্ক সর্বদা কাব্যিক ক্রীড়ানন্দে বেগবান। জীবনের উষালগ্ন থেকেই কবিতার প্রতি তার মমত্ব। সীমাহীন ভালোবাসার আলিঙ্গণে জব্দ করেছেন সরস ভূমি।ভ্রমণপিপাসু এই কবির মন। সফরের দুর্ণিবার আগ্রহ থেকে দেশকাল ও জাগতিক জৈব বিষয়ে উর্দ্ধে উঠে গিয়ে পরিভ্রমণ করে তার চিন্তা জগত। লিখেছেন অসংখ্য কবিতা। লিখেছেন ছোটগল্প ও উপন্যাস।‘ওপারের ডাক’ তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। চুয়ান্নটি কবিতার সমন্বয়ে গড়ে উঠা গ্রন্থটি দ্যুতি ছড়াচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় মৃদুল প্রকাশনির স্টলে।কবির মনোভাব সর্বদা পরপারের কল্প-চিন্তায় বিভোর কবি কিছুটা আধ্যাতিক মনোভাব পোষন করে থাকেন। ফলে তাঁর কবিতার অবয়ব জুড়ে ওপার জীবনের চাওয়া-পাওয়ার নান্দনিক দর্শন ফুটে ওঠে।গ্রন্থের শ্রেষ্ঠাংশে তিনি লিখেছেন—
‘ওপারের ডাক আসবে কবে-
সেই আশাতে থাকি
ঘুমহীন চোখে রাত জেগে রই
নিশিপাখি যায় ডাকি ’
ওপারের ডাক কাব্যগ্রন্থে মাতৃভাষা ও প্রিয় জন্মভূমির প্রতি প্রেম, সমাজের বহুবিধ অন্যায়-অপরাধের বিরুদ্ধে তার কলম ঝলসে উঠেছে।বিশ্বনবীর ভালোবাসা, ধর্মের নানান অসংগতি আর জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি অগাধ প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে এই গ্রন্থে।