রংধনু
হারিছা খানঁম সুখি
সখী সখা কোথায়
তোরা দেখবি যদি আয়।
আকাশের রং বুঝি আজ বারবার বদলায়।
লাল ,নীল, হলুদ কখনো
আবার মেঘলা।
কখনো বা সাতরঙা রংধনু
কখনো বা সোনালী সূর্যের আভা।
কখনো বা স্নিগ্ধ হাওয়ার
সূর্যের মতো করে একটুখানি হেলে পড়া।
রাখাল বাজায় বাঁশি গ্রামের ধাব খেতের আলে বসে।
কখনো বা লাল রক্তিম রেখা আকাশময় বিরাজমান হয় ।
সাথে একঝাঁক পাখি উড়ছে মেঘের দেশে ।
তাইতো অপরূপ সাজে সজ্জিত
হচ্ছে আজ আমার হৃদয়ের বেলা।।