জীবন দান
রায়হান রশীদ
একুশের আরেক নাম,
ভাষার জন্য জীবন দান।
মাতৃভাষার জন্য,
লড়েছে বহুজন।
জীবন দিয়েছে হেলায়,
ছাড়েনি দাবি পন।
ভাষার বদল,
দিয়ে ছিলো জান।
বাংলা ভাষা রক্ষায়,
রক্ত দিলো সাক্ষ্য।
বুলেট সয়েছে,
রক্ত ঢেলেছে বক্ষ।
ঝাঝড়া করেছে দেহ,
রেখেছে ভাষার মান।
ধন্যবাদ