আমার ভাষা
-মাহাতাব হাসান এমরে
সতত বিলাপ করি হে মম জননী !
মায়া কাননে কত শত তোমারি বুলি
সদা মন্দ্র গাঁথুনি করিনু লেখ্য তুলি
অমর সে সুধা মিটায় কোন ধরণী?
বাংলার মিষ্টি ধ্বনি যেন মোর জননী !
লাল খুনে আছ তুমি কেমনে তা ভুলি?
বিরল হংস সিদ্ধি মোর ভাষারি কলি
হেন বঙ্গ বাণী মোর ভাষারি অবনী !
যেন ভাষার তৃষ্ণা পাই বাংলা বলাতে,
এ সুধা মিটে মোর বর্ণ-ধ্বনির সনে !
এসো হে এমন সুধার কানন ফুলে !
নাহি তুলনা বাংলা বলা এ বসুধাতে,
সবি আশা পূর্ণ জোয়ার ভরে এ মনে
সকল ভাষা মোর বাংলার কাছে হারে।