আগাছার ছড়াছড়ি
জহির সাদাত
দেয়ালে টানানো ক্যালেন্ডারের মাতমে
মধ্য রাতে ঘুম ভাঙে
অপ্রস্তুত চাহনিতে চোখের রেটিনায় বিঁধে
ফেব্রুয়ারির চেহারা
কি এলাহি কান্ড প্রতিটা বর্ণমালার রোদনভরা চোখ!
সালাম সালাম শব্দ
হৃদয়ের হাহাকার হয়ে উঠছে বেহালার করুণ সুরে
হৃদয়ের আহাজারি ছড়িয়েছে
ভোরের পাখির মত চারদিকে
আহ্ বেদনাস্নাত হৃদয়ে ভেসে উঠেছে বাংলার সকরুণ চিত্র
ভাষার জন্য জীবন দেয়া সৈনিকের বুকে আগাছার ছড়াছড়ি
চারদিকে ইংরেজির দাপট হিন্দির লুকোচুরি
আমি বেদনার সিঁড়ি বেয়ে রাস্তায় নেমে আসি
বর্ণমালার চিৎকারে ভরে গেল বাতাসের শ্বাস
কুয়াশায় জুবুথুবু মাকড়শার জালের মত
বেহাল বাংলার শরীর।
রাস্তার পাশে ঝুলে থাকা ব্যনার কাঁদে
প্রতিটা শোরুমের রুপসী বিলবোর্ড কাঁদে
আমার হৃদয় এলবাম ঘাঁটতে ঘাঁটতে
হারিয়ে যাই বায়ান্নের অলিগলিতে।