মা, মাটি ও বর্নমালা
মো: মনিরুল হক
আমার মা
আমার দেশ
আমার বর্নমালা
বড় ভালবাসি তোমাদের।
বাহান্নতে, বুকের তাজা রক্ত ঢেলে
লিখেছিলাম রাজপথে–
“রাষ্ট্র ভাষা বাংলা চাই”।
একাত্তরে, তিরিশ লক্ষ প্রানের ইতিহাস
সবারই জানা।
প্রিয় বাংলা, তোমার নোলকে দোলে
সোনালী ধানের রঙ-এ গড়া
চকচকে গহনা।
মাঝির কন্ঠ থেকে ভেসে আসা গানে
ভেসে যায় সারা বাংলা।
প্রতিটি নিশিতে ঝিঝিপোকার বাজনায়,
মায়ের গানে ঘুমায় শিশু।
জোৎস্নার আলোর সাথে আড়ি করে
গাছের আড়ালে লুকায় জোনাকি।
মায়ের সেই কণ্ঠস্বর ও মাঝির সেই গান
সবই যেন শত জনমের পরিচিত ভাষা।
সারা পৃথিবীর তাবৎ ভাষায়
আমার প্রয়োজন নেই।
আমার আছে একটি মা,মাটি ও বর্নমালা।
আমার অক্ষর গুলোতে এখনো লেগে আছে রক্তের ছপছপে লাল দাগ।
যার নামে হয় আন্দোলন।
যার নামে হয় ইতিহাস।
সে আমার একুশের রক্তঝড়া দিন।
সে আমার অহংকার।
মা, মাটি ও বর্নমালা
বড় ভালবাসি তোমাদের।