দিবো আমি চিঠি
সাবিনা খাতুন (রহিমা)
নীল খামে দিবো আমি চিঠি
তবে পড়বে কি তুমি
আমার দেওয়া চিঠি?
ভালোবাসা শব্দটি
যত্নে আছে লেখা,
হৃদ পিঞ্জরে রাখা,
আসুক যতো অনুভূতি
লিখে রাখবো তোমার তরে।
তবে পাঠাবো অকারণে চিঠি
বিরক্তিকর হবে কি তুমি?
সকল অভিযোগ থাকবে
ওই নীল খামের মাঝে
সকল রাগ অভিমান।
মন দিয়ে পড়বে কি
আমার দেওয়া খামটি?
লিখা আছে হৃদ পিঞ্জরের সকল ব্যাথা।
ছুটে আসবে কি তখন?
চমৎকার আপু🥰