স্বাধীনতা
মাহফুজা শিউলী
স্বাধীনতা এ কথাটি কত নির্মল।
স্বাধীনতা এ কথাটি কত কাংখিত।
স্বাধীনতা এ কথাটি কত পবিত্র।
কত মায়ের আঁখি জলে এ স্বাধীনতা।
কত ভায়ের বুলেট ঝরা রক্তে এ স্বাধীনতা।
কত বোনের বীরঙ্গনায় এ স্বাধীনতা।
স্বাধীনতা তুমি দুঃখিনি মায়ের ছেলে হারা কাঁন্না ।
স্বাধীনতা তুমি ভাই হারানো বোনের অশ্রু।
স্বাধীনতা তুমি নব বধুর
রঙ্গীন শাড়ীর বদলা।
কত নব বধুর স্বপ্ন ভাঙ্গা এ স্বাধীনতা।
কত মায়ের দামাল ছেলে
হারানোর এ স্বাধীনতা।
কত ষোড়শী বীরাঙ্গনার এ
স্বাধীনতা।
তবেই তুমি স্বাধীন হয়েছ
মহান এ স্বাধীনতা।
তাদের গৌরব এ তুমি আজ মহান স্বাধীনতা।
কৃতিত্ব আজ তোমাদেরই
ওগো বীরত্বের বীরযোদ্ধা।
কৃতজ্ঞ আজ তোমাদেরই
ত্বরে লাখো বাংঙ্গালী ঘরে ঘরে।