একুশে ফেব্রুয়ারি
হারিছা খানঁম সুখি
একুশ আমাদের অহংকার
একুশ আমাদের গর্ব।
অনেক সংগ্রাম ,লড়াই এর পড়ে অর্জিত
একুশে ফেব্রুয়ারি।।
শত ত্যাগের মিনিময়ে
একুশে ফেব্রুয়ারি মিলেছে
প্রাণের ভাষা মাতৃভাষা
বাংলাকে।
তাজা রক্তের বিনিময়ে
মাতৃভাষা আনলো ছিনিয়ে
ফাগুন এর এই দিনে।
রক্তস্রোত, আর মা- বোনেদের চোখের জল
যায় যে বয়ে যায়
রয়েছে ইতিহাস সাক্ষী হয়ে।
একে একে দিন বয়ে যায়
স্বাধীনতা,সংগ্ৰাম,সব বন্দি
ইতিহাসের পাতায়।
সালাম ,জব্বার,বরকত
যারা দিয়েছে প্রান
গড়েছে ইতিহাস।
সেই ইতিহাসের পাতায়
আজ জমছে ধুলো।
২১ এসেছে তাই কিছু বাঙালি
বাংলার প্রতি ভালোবাসা দেখাতে
উঠে পড়ে লাগে হায় ।
এভাবে কি আর মাতৃভাষাকে
ভালোবাসা যায়।।