অমর
মোঃ হোসেন আলী
তদানিন্তন শাসক সরকার
করল আইন জারি
রাষ্ট্র ভাষা উর্দু হবে
বাংলা ভাষা ছাড়ি।
মায়ের ভাষা কেড়ে নেবে
বাঙালি নয় রাজি
দরকার হলে জীবন দেবে
ধরল সবাই বাজি।
দফায় দফায় চালায় গুলি
ভয় পেল না মনে
সংগ্রাম নাহি বন্ধ হলো
প্রতিবাদ যে ক্ষণে।
ভাষার জন্য দেয় বাঙালি
বুকের তাজা রক্ত
দেশের জন্য শহীদ হলো
বাংলা ভাষার ভক্ত।
প্রতিবছর স্মরণ করি
হৃদে ধারণ করে
গর্ব মোদের সেরা জাতি
অমর হলো মরে।