আমরা মানুষ
মোঃ তাইফুর রহমান
শিক্ষক,মোরেলগঞ্জ, বাগেরহাট
আমরা মানুষ সবার সেরা
থাকব সঠিক পথে
থাকতে হবে অনেক দূরে
অন্যায় সকল হতে।
সত্য কথা বলব সদা
মিথ্যা দূরে দিব
প্রভুর হুকুম মানতে হবে
এই শপথটা নিব।
ভালো কাজ যে করব সদা
আমরা মানুষ সেরা
থাকবে কেন অশান্তিতে
এই জীবনটা ঘেরা।
করব সবার উপকার তাই
এই হোক মোদের নীতি
মনে সদা রাখব সাহস
দূর করে সব ভীতি।
হানাহানি বিদায় দিয়ে
গড়ব জীবন ভালো
সঠিক পথে থাকলে মানুষ
পাবে সুখের আলো।
|
|