মিজানুর রহমান মিজান
নয় মাসের যুদ্ধ শেষে
বিজয় এলো বাংলাদেশে
অগণিত জীবন দিয়ে বলিদান।
বায়ান্নতে হল বীজ বপন
জয়ের ধারায় বাঙালির স্বপন
একাত্তরের পূর্ণতায় যার প্রমাণ।
বহু কষ্টের এ স্বাধীনতা
গাই আমরা জয় বারতা
নৈতিকতায় রয়েছে পরিত্রাণ।
হাতে হাত রাখিয়া
গেলে তরী বাইয়া
বাঁধা কোথায় উড়াইতে নিশান।
কাজ কর্মে অগ্রগতি
দুর্নীতিতে হলে সুমতি
নিশ্চিত মোরা মনে বলিয়ান।