অনিয়ম
মোঃ খালিল কুয়েত প্রবাসী ।
——————————
চারিদিকে অনিয়ম
অসৎ লোকের জয়
এসব দেখে সৎলোকেরা
পাচ্ছে সবাই ভয় ।
অনিয়মের কারণে
উচিত বিচার নাই,
অনিয়ম আছে বলেই
অন্যের হক খাই ।
হারাম হালাল না দেখে
অনিয়মের সুযোগ নিয়ে
গরিব দুঃখীর ত্রাণসামগ্রী
খাচ্ছি মোরা নেতা সেজে ।
অনিয়ম চলছে এখন
পৃথিবীটা জুড়ে
এর থেকে মুক্তি দিতে
স্বয়ং সৃষ্টিকর্তাই পারে !
আল কুরআনের কানুন যদি
থাকতো মোদের মাঝে
অনিয়ম আর অনাচার
সবই যেতো মুছে !