হাসপাতালের বেড
রাজীব হাসান
হাসপাতালটা অদ্ভুত ভীষণ
কেউ আসে হাসি মুখে
কেউ বা কাঁদে মর্গের পাশে
স্বজন হারানোর দুখে।
কেউ বা আবার মৃত্যুর সাথে
লড়াই করে দিন-রাত
রঙিন বেডে কেউবা আবার
হয় রক্তের অগ্নিপাত।
কেউ বা ঘুমায় নরম বেডে
আরাম আয়েশ করে
কেউ বা দেখো মেঝের উপর
অবহেলায় পরে।
হাসপাতালটায় হাসি কান্নার
ঢেউ বয়ে যায় নিত্য
মৃত্যুর কাছাকাছি আজ সব
হোক ধনী মধ্যবিত্ত।