বিলাসি জীবন
মোঃ আলমগীর হোসেন হিমেল
বিলাসিতাই কেটে যাচ্ছে তোমার জীবন
হেসে খেলে শিশুকাল চলে গেল এলো যৌবন
বার্ধক্যে ভাবছে তুমি সাধের এ জীবন
একদিন সব লিলা হবে শেষ।
কথায় কথায় সময় কঁটে যায়
একবার করছো কি স্মরণ বিধাতার,
ভেবে দেখো খাঁটি দেহ হবে মাটি
আসিলে মরণ-
পাপের বোঝা অনেক ভারি।
আজ ডুবুডুবু তোমার জীবন তরী,
পাবে তুমি পরিত্রাণ ক্ষমা করে যদি প্রভু
শুধুকি বিলাসিতাই তোমার জীবন মাঝারে।
নেই কি একটু চোখে জল
ভাবিয়া দেখ কবর মাঝে
রইবে তুমি চিরকাল
আঁধারে রহিবে তোমার জীবন।
বিলাসিতার মাঝে থাকিয়া তুমি
চলে যাবে একদিন খালি হাতে
পৃথীবির অর্থসম্পদ মবই রেখে।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি পত্রিকা সম্পাদকে / পত্রিকার সবাইকে
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি পত্রিকা সম্পাদকে / পত্রিকার সবাইকে
অসংখ্য ধন্যবাদ