অতৃপ্ত মায়াজাল
মাহফুজা শিউলী
ভালোবাসা এমন একটা মায়া
যা সব মানুষের বোঝার বোধশক্তি আল্লাহতায়ালা দেননি
সবাই এ মায়া জালের মায়া বুঝেনা
যারা বুঝে না তারা অধম, বধির, চক্ষু
থাকতেও ভীষণ অন্ধ হতভাগ্য
বুঝেনা ভালো
বুঝার চেষ্টা করতে বারন নেই তো!?
না তারা কিছুতেই চেষ্টা করতে সক্ষম না,,,,!
এ জাতীয় জীব মনে মনে ভাবে তারাই সঠিক গর্বে আত্মচেতনায় উত্তম।
কিন্তু
কখনো ভাবেনা কেউ কাওকে ভালোবাসলে ভীষণ ভালবাসলে
বহুদিনপর দেখা হলে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরতে চায়
আত্মহারা হয়ে জড়িয়ে ধরে ভালোবাসার আাবেগে
যে খানে কোন পাপ থাকেনা
শুধু ভালোবাসারই বসবাস
আর এ অসহায় মানবী মনের ব্যাকুলতায় ঠাঁই দাঁড়িয়ে
তার এ ভালোবাসার কোন মূল্য না পাওয়াতে
ভালোবাসার মানুষ গুলো এমনই হয়
নিরব যন্ত্রণা সয়ে সয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়
তবু বুঝতে দেয় না ভালোবাসার মানুষকে কিংবা কাওকে হৃদয়ের রক্তক্ষরণ
না পাওয়ার বেদনা, যন্ত্রণা, আবেগ!
মিথ্যে হাসির মাঝে লুকিয়ে রাখে চিরাচরিত নিয়মে নিজেকে সুখী দেখানোর দাবি।
ইয়া রব! কতদিন
আর কতদিন এ অসহায়দের অবমাননা!?
তুমি রহম করো তাদের বিরহি আত্মার আর্তনাদ শোন
সাড়া দাও তুমিই যে তাদের একমাত্র সান্ত্বনা।
(আমিন সুম্মা আমিন)
Nice poem.love it.😍