অনেক কথা বলার ছিলো
হারিছা খানম সুখী
অনেক কথাই ছিলো বলার
কিন্তু বলা আর হয়নি তোমায়।
যদি সেদিন সুযোগ দিতে
পথ ছিলো গো চলার।
সেদিন বলে ছিলে আমার দু’জনে
সমান্তরাল রেখার মতো পাশাপাশি
চলতে পারলেও কোনো দিন মিলিত
হতে পারবো না।
তাই নিজ থেকেই দূরে সরে এসেছিলাম।
তবে এখন কেনো ফিরে আসলে?
আর আসলেই যখন দু’দিন আগে
আসতে পারতে।
আজকে সমুদ্রের স্রোতে ঢেউয়ে ঢেউয়ে
চলছি দূর গন্তব্যে।
তাই তুমি আর পিছু ডেকো না আমায়।
গহিন রাতে জোনাকি পোঁকা ডাকছে আমায়।