ভালোবাসো যদি আবার আমাকে
খন্দকার জাহাঙ্গীর হুসাইন
আমাকে আবার ভালোবাসো যদি ভালোবাসি আমি ফের
তুমি আর আমি দুইজনে যদি গড়ি ভিত্ প্রণয়ের
তোমাতে আমাতে নতুন শপথ গড়ে যদি ওঠে তবে
তাহলে আবার শুরু হবে দেখো নতুন ভূবণ ভবে।
তাহলে আকাশ তারায় তারায় সুনীল-সুঠাম হবে
বাতাস বাতাসে হাসনাহেনার গন্ধ মাখানো রবে।
পরীরা তখন জলকেলি করে সাগরে করিবে খেলা
চাঁদের কিরণে জাগিবে জগত ঘটিবে আলোক মেলা।
ঘুচে যাবে সব যাতনা-ক্লেশ অভাব বিরহ অরি
তুমি আর আমি গেয়ে যাবো গান দিবস ও বিভাবরী।
পাখিরা তখন বনে বনে ঘুরে গাহিবে সুখের গীতি
কবিদল যতো তারা অবিরত গাঁথিবে প্রেমের স্মৃতি।
তুমি আর আমি দুইজনে মিলে রচি যদি ফের গান
তাহলে তখন মগেদের দেশে আবারো ফিরিবে প্রাণ।
প্রাণের আবেশ ছড়াবে ভূমিতে নতুন করিয়া আরো
প্রণয় সাগরে ভাসিবে সবাই দুঃখ রবেনা কারো।
রবেনা এমন দানব করোনা, ওমিক্রন অতিমারি
ভালোবাসাহীন যেজন ভবেতে হয়ে যায় ক্ষতি তারই।
ভালোবাসো যদি মানব-দানব ও সকল প্রাণী কূল
ভেঙে যাবে সব মান-অভিমান ভেঙে যাবে সব ভুল।
03.02.2022
সাভার,ঢাকা।
আগে কি কেউ ভালবাসত?