মাসিক নকীব এবং আমার ভাবনা-
এইচ, এম কাওছার হোসাইন
মাসিক নকীব জাতীয় শিশু- কিশোর ম্যাগাজিন। বাংলাদেশের শীর্ষস্থানীয় বহুল পঠিত মাসিক ম্যাগাজিন গুলোর মধ্যে মাসিক নকীব অন্যতম। এটি ইসলামিক জ্ঞান- বিজ্ঞান ও বিভিন্ন তথ্য- উপাত্তে ভরপুর একটি ম্যাগাজিন। যা খুবই অল্প সময়ে পাঠকের মন জয় করে নিতে সক্ষম। পবিত্র কুরআন এবং হাদিসের বাণী, ইসলামিক গল্প, বাস্তব মুখি গল্প, সমাজের বাস্তব চিত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য- উপাত্তে ভরপুর থাকে প্রতিটি সংখ্যা। ইসলামিক সাহিত্যে বিশেষ অবদানের জন্য ইসলামিক কবিতা, গল্প ও উপন্যাসে সমৃদ্ধ থাকে মাসিক নকীব ম্যাগাজিন।
আমার ব্যক্তিগত ভাবনা শেয়ার করি- আমি একজন নগণ্য ইসলামিক লেখক। লেখালেখির বয়সও খুব বেশি নয়, মাত্র কয়েক বছর। সম্মানিত কবি ও লেখক মহলের ছাত্র বললেই চলে! আমি যখন থেকে বিভিন্ন সাহিত্য ম্যাগাজিন, পত্রিকা ও সংগঠনে লেখালেখি শুরু করেছি, তখন থেকেই বিশেষ কিছু বহুল পঠিত জনপ্রিয় ম্যাগাজিনে আমার লেখা প্রকাশ করার একটি বৃহত্তর স্বপ্ন ছিলো। তারমধ্যে মাসিক নকীব অন্যতম। মাসিক নকীব আমার প্রিয় একটি মাসিক ম্যাগাজিন। এতে খুজে পাই শিক্ষণীয় সকল দিক। মানুষের উপকারার্থে যা করা দরকার সবই আছে মাসিক নকীব ম্যাগাজিনে। সত্যিই অসাধারণ, অনবদ্য একটি ম্যাগাজিন।
মাসিক নকীব জানুয়ারি ২২ সংখ্যায় প্রথমবার আমার একটি লেখা প্রকাশিত হয়েছে। যখন আমার লেখা প্রকাশিত হলো, তখন আমি কত যে আনন্দিত হয়েছি তা বুঝানোর ভাষা আমার জানা নেই। বার বার আল্লাহ তায়ালার কাছে লক্ষ- কোটি শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ।
যাইহোক! মাসিক নকীব ম্যাগাজিন সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যাদের অক্লান্ত পরিশ্রমে নকীব ম্যাগাজিন টি দিন দিন অগ্রগামী হচ্ছে, তাদের কে আল্লাহ তায়ালা সর্বোত্তম প্রতিদান দান করুন। আর প্রিয় পাঠক/ পাঠিকাদের প্রতি আহ্বান, সবাই মাসিক নকীব পড়ুন, মাসিক নকীব সম্পর্কে জানুন এবং মাসিক নকীবের নিরন্তর এগিয়ে চলার পথে আপনিও হোন মাসিক নকীবের সহযাত্রী।