খোকসা বিলজানিতে হয়ে গেলো পিঠাপুলি উৎসব
স্টাফ রিপোর্টার: ‘প্রাণের আনন্দে জাগো হে বন্ধু’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজানি বাজারস্থ গ্লোরিয়াস কিন্ডার গার্টেন স্কুলে হয়ে গেলো বর্ণাঢ্য এক পিঠাপুলি উৎসব, পূরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনষ্ঠান ।
এতে ওই স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-অভিভাবকদের অংশগ্রহনে স্কুলাঙ্গণ হয়ে ওঠে প্রাণের আনন্দে মুখরিত। পুলকিত এলাকার মানুষ।বিভিন্ন প্রকারের শীতের পিঠার পশরা সাজানো হয়্। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সমবায় অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আব্দুল লতিফ শেখ,বিশেষ অতিথি ছিলেন বিলজানি দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল আওয়াল বুলবুল, দিলীপ বিশ্বাস, আজাহার উদ্দিন, হাবিবুর রহমান প্রমূখ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গ্লোরিয়াস কিন্ডার গার্টেন স্কুল এর পরিচালক মোল্লা মোঃ বদরুজ্জামান দূর্জয়।