রাজবাড়ীর পাংশাতে মসজিদে মসজিদে পুলিশ
পাংশা থেকে শরিফুল ইসলাম:
করোনা-ডেঙ্গুজ্বরসহ নানাবিধ সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন পুলিশ। শুক্রবার (21 জানুয়ারি) পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান থানা জামে মসজিদে ওমিক্রন,করোনা ভাইরাস ও ডেঙ্গুজ্বর থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন।
সেই সাথে তিনি বলেন সচেতন না হলে পড়তে হবে বিপদে। তিনি সরকারের বিধি নিষেধ মেনে চলাফেরা করতে হবে, বাধ্যতা মূলক মাস্ক পরিধান করতে হবে, শারিরীক দুরত্ব বজায় রাখতে হবে বলে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
ওসি মাসুদুর রহমান বলেন, থানা পুলিশের সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, থানাতে কোন অভিযোগ জিডি বা মামলা করতে কোন টাকা পয়সা লাগে না, আপনারা যে কোন প্রয়োজনে থানায় আসবেন। এই সময়ে আপনারা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এ দিকে পাংশা থানার অফিসারবৃন্দ উপজেলার বিভিন্ন বিট এলাকায় মসজিদ সমূহে এ প্রচারনা চালিয়েছেন শুক্রবার জুম্মার নামাজের পূর্বে।