ফিলিস্তিন ফিলিস্তিন
তাজ ইসলাম
ঝড়োবৃষ্টির মাঝে বিদ্যুৎ চমকায় আকাশে
জারজ ইসরাইলী বোমাবৃষ্টিতে
ফিলিস্তিনী কিশোরের চোখে
ঠিকরে পড়ে আগুনের ফুলকি
বোমার স্পৃন্টারে রক্তাক্ত দেহে
নিরস্ত্র কণ্ঠেই গর্জে ওঠে
আজাদ ফিলিস্তিন! রুখো ইসরাইল!
বস্তুত ইসরাইল কোন
রাষ্ট্রের নাম না
ইসরাইল বিশ্ব মানচিত্রে
জবর দখলকারীর নাম
ইসরাইল ফিলিস্তিনে
অবৈধ অনুপ্রবেশকারীর নাম।
অত্যাচারী ও মানবতা পদদলনকারী
সংঘবদ্ধ চক্রের নাম ইসরাইল।
নিজের ঘর,নিজের বাড়ি
নিজের মানচিত্র,নিজের স্বদেশ
অবৈধ দখলদার মুক্ত করতে
প্রতিদিন জেগে ওঠেই
কামানের সম্মুখে
সশস্ত্র দানবের সম্মুখে
বর্বর ইসরাইলের সম্মুখে
গুলি ও গুলতি নিয়ে দাঁড়ায়
অসম সাহসে দূর্বিনীত একজন
ফিলিস্তিনী কিশোর।
জালিমের বুকে ধরিয়ে কাঁপন
তকবিরে তকবিরে বলে
ফিলিস্তিন আমার স্বদেশ
আমার পবিত্র মাতৃভূমি ছেড়ে
ভাগ হারামজাদা!
প্রতিটা ভোরের প্রথম প্রার্থনা
ধ্বংস হোক ইসরাইল
নিপাত যাক অভিশপ্ত ইসরাইল।
পৃথিবীর হাত রাঙায় মেহেদীর রঙে
আর ফিলিস্তিন শাহাদাতের খুনে
রাঙায় কাফনের কাপড়
তবু তারা বজ্রমুষ্ঠিতে আকাশ
এফোঁড় ওফোঁড় করে বলে
ইনতেফাদা! ইনতেফাদা!
Nice
Super