যে কথা বলতে বাধ্য আমি
———————-
আকমাল সালফী
আমাকে আজ এ কথাটি বলতেই হবে দাপটে,
আমি এ গ্রহের একজন বৈধ নাগরিক,
আমি সর্বদা-ই যুদ্ধ করে যাওয়া সৈনিক,
সশস্ত্র যোদ্ধা বটে,মাটিতে,বাটিতে,মাঠে ও ঘাটে।
পাসপোর্ট-ভিসা নেই বলে অভিবাসী ভেবো না,
এই দ্যাখো, কাঁধে টাটকা জোঁয়ালের দাগ,
দ্যাখো, বুকে ভিসুঁয়াস,সুপ্ত বিষাক্ত নাগ,
আমার বিরুদ্ধে কার্ফ্যু,আইন? না, লাভ হবে না।
আমার একটা নদী আছে এইখানে,এ ভুমে,
উর্বর,দোঁয়াশ, পলিতে ঠাঁসা,পুষ্প ফোটা,
সুগন্ধিত,পল্লবিত,বারূদভরা বোঁটা,
প্রেম চাষে,প্রতারণা নাশে,স্বার্থ শোঁষে আরামে।
বিদ্রোহী সুরে,মিথ্যেয় চূরে,বিপ্লবী গান গায়,
রাজত্ব থুয়ে, পড়ে নুয়ে, ঝুজে ভালোবাসা,
রচে স্বপ্ন, করে যতœ,বাঁচে, যাঁচে প্রত্যাশা,
নিঃশ্বাসে বিশ্বাসে সে, প্রেম চায় ব্যাকুলতায়।
নয় ভিখারী,সাহায্য প্রত্যাশী,অন্য কারো থেকে,
জীবন শরবৎ পিয়ে, যে ভালোবাসতে শিখে।