দ্বিধা
রহমান মাজিদ
কে জানে ওরা ফিরবে কি না
যারা নাই হয়ে গেল আমাদের ভিতর থেকে
কবুতরের ঘরে ছুঁচো ইঁদুর
তাল গাছে নাচে দুষ্টু চড়ুই
বুড়ো বটগাছটা তবুও দাঁড়িয়ে প্রার্থনায়।
চোখের আয়তন ছোট হয়ে গেছে বৃদ্ধার
পাপড়ির পাড় জুড়ে বেদনার শৈত্যপ্রবাহ
নদীতীর গৃহের মতো তুমুল অনিশ্চয়তায়
বারবার কেঁপে কেঁপে ওঠে তার শ্বাসনালী।
মিষ্টি মেয়েরা আকাশ দেখে
উদ্বিগ্ন বলিরেখা সূর্যের গালে
দ্বিধান্বিত আকাশ যেন ভাবছে
আগামীকাল সূর্য উঠবে, না কি অস্ত যাবে?।
তবে কি নীলের পথের মতো অপসৃত তারা?
গলিত আধারে জাগে পাকঘরের আরশোলা।
অশেষ ধন্যবাদ স্নেহের অনুজ, কবি ও সম্পাদক খন্দকার জাহাঙ্গীর হোসাইন কে।
দারুন লেগেছে কবিতা।অভিভূত।
প্রিয় কবি, আপনার এই নির্মোহ উৎসাহ আমার চলার পাথেয়।
অসাধারণএকটি কবিতা ।
অশেষ ধন্যবাদ প্রিয়