অশ্রু
মাহফুজা শিউলী
অশ্রু তুমি কেন ঝড়!
বড্ড অভিমানে, প্রিয় হারাবার ভয়ে,না পাওয়ার বেদনাতে,না কি প্রিয়, হারিয়েছ বলে!?
কি ব্যথা তোমার যে একটুতে ঝরে পর বড় !
প্রিয় হারাবার যন্ত্রণাটা এতটাই প্রখর,
যে, তব নাম
হৃদপটে উদিত হতে না হতেই ঝরে পর বড়!
চোখ! এতটাই ভালবাস!? ভালবাস তারে, যে, নাম স্মরণেতেই অশ্রু হয়ে ঝরো।
তুমি বড় ভাগ্যবান!
তব নাম জপি আমি দিবা নিশি।
তা কি, জান,! তুমি !?
তোমার ভাবনায় ব্যাকুল আমি !!
কি সুন্দর নিরব তুৃমি!
দেখেছ, কি কভু, নিরব নিথর, এ প্রাণের আর্তনাদ।
হাহাকার, বুক ফাটা নিরব
চিৎকার।
শুনছ কি! না শুনতে পাওনা,সেই বিরহি করুন
কন্ঠ।
ভীষণ হিংসে হয়, “চোখ” তোমাতে।
কেন, এত ভালবাসা তোমার।
যে ভাল বাসায় পরিনয় নেই, নেই কোন প্রাপ্তি।
তবু, তবুও কেন অশ্রু হয়ে ঝড়।
এটা ও কি তোমার প্রাপ্তি!
না কি নিরব যন্ত্রণা !?
না কি! এর নামই পবিত্র ভালবাসা, শুধুই ভলোবসসা।