হত্যা
মোঃহোসেন আলী
চারিদিকে আজ হাহাকার
অসহায় মানুষ নির্বিকার,
স্বেচ্ছায় ধরণীতল ছাড়তে চায়
মানুষ শান্তির একটু মুক্তি চায়।
চলছে হত্যা যজ্ঞের প্রতিযোগিতা
প্রয়োজনে হত্যা অপ্রয়োজনে হত্যা
কেউবা জীবনের প্রতি ঘৃণায়
স্বেচ্ছায় করছে আত্মহত্যা।
স্বার্থের ব্যঘাত ঘটলে হত্যা
পরকীয়া প্রেমে করছে হত্যা
ধর্ষণ করে নারীকে করছে হত্যা
সম্পদের লোভে প্রতিদ্বন্দ্বীে হত্যা।
বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে
চাচা ভাতিজার সম্পদের বিরোধ
আদালতে বছরের পর বছর
ঝুলছে ঘুর্ণপাকের আটকা ফাঁদে।
ভূয়া রেকর্ডের সংশোধন করতে
হিমশিম খাচ্ছে নিরীহ মানুষ
থমকে গেছে বিচারকের কাঠগড়া
ফয়দা লুটতে বেপরোয়া উকিল।
নামজারী করতে হয়রানি ভুক্তভোগী
ঘুষের টাকা দিয়ে স্বস্তি ফিরিয়ে পাচ্ছে না,
সড়ক উন্নয়নের নামে দীর্ঘদিন মাটি খুঁড়ে
ঠিকাদার নাকে তৈল দিয়ে ঘুমায় যে দেশে।
হত্যার বিচার পেতে বিচারপ্রার্থী
প্রভুর ডাকে সাড়া দিয়ে আজ চিরনিদ্রায়
নির্জন বাগানে কবর দেশে
আজও বিচারের রায় হয়নি এই দেশে।