বাংলাদেশ ভূমি ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া বাস স্ট্যান্ডের ডন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ শত ৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করার পাশাপাশি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন এবং একটি মাইক্রো গাড়ী জব্দ করে। সেই সাথে দুই জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, গাজীপুর জেলার টঙ্গী উপজেলার হোসেন মার্কেটের মোঃ নুরুল হকের ছেলে মোঃ জাহাঙ্গীর (৪২) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের হুদমা বাগিচাপাড়ার আকালু মন্ডলের ছেলে মোঃ সাবদুল মন্ডল (২৮)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প থেকে জানানো হয়েছে, তাদের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন মাছপাড়া বাসস্ট্যান্ডের ডন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় ওই দুই জনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।